রাজবাড়ীতে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের বিচারের দাবীতে গতকাল ১৬ই মার্চ বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজবাড়ী জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখা, সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, জাহাঙ্গীর হোসেন ও রাবেয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারকে ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানান বক্তারা।
মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য, মহিলা পরিষদের সদস্য ও টিআইবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com