রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ই মার্চ সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা আলমগীর কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বদরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা নির্বাচন অফিসার সেখ মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক লুৎফুন নাহার, রাজবাড়ী জেলা সঞ্চয় অফিসার রফিকুল ইসলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, রাজবাড়ী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ অন্যান্য কর্মকর্তারা তাদের স্ব-স্ব দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার। সকলে মিলে সমন্বয় করে কাজ করলে যেকোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। তাই সকলে মিলে সমন্বয় করে কাজ করে রাজবাড়ী জেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, সামনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসটি যথাযথভাবে পালনের জন্য সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে।
পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, তথ্য অধিকার আইন জোরদারকরণের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা, রাজবাড়ী জেলা ভিডব্লিউবি কমিটির অবহিতকরণ সভা/সেমিনার, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com