গোয়ালন্দে জমিজমা নিয়ে বিরোধে ভাতিজাকে অপহরণ ও মারধরের অভিযোগ চাচার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১৭ ১৫:১৬:৪৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে জমিজমা নিয়ে বিরোধের জেরে লাল মিয়া(৫৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে তার চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
 আহত লালমিয়া গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়ার আব্দুল খালেকের ছেলে।
 গতকাল ১৭ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের দূর্গম চর কুন্ঠাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লালমিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 জানা গেছে, গতকাল ১৭ই মার্চ সকালে লালমিয়া তার ভাগিনা সাইফুল মোল্লাকে সাথে নিয়ে উজানচর ইউনিয়নের মজলিশপুর মৌজার পূর্ব পাড় কুন্ঠাদিয়া চরে ফসল ও লাকড়ী সংগ্রহ করার জন্য যান।
 এ সময় পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পার্শ্ববর্তী ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের বাসিন্দা লাল মিয়ার চাচা  হারুন শেখ, চাচাতো ভাই নাজমুল শেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে নর্থ চ্যানেল ইউনিয়নের ধুলার চর নামক স্থানে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এ সময় তাকে লাঠি সোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
 লাল মিয়ার ভাগনে সাইফুল শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে এসে এলাকায় খবর জানালে স্থানীয় লোকজন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
 পরে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে  উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com