রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে দেশব্যাপী চলমান ধর্ষণ ও ধর্ষণের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল ১৭ই মার্চ বেলা ১১টার দিকে বসন্তপুর কো-আপারেটিভ হাইস্কুলের সামনে ইউনিয়ন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আশিকুর রহমান মিজান ও কেএম কাউসার মীর প্রমুখ বক্তব্য রাখেন।
এতে সদর উপজেলা ছাত্রদল, বসন্তপুর ইউনিয়ন ছাত্রদল ও বসন্তপুর কো-অপারেটিভ স্কুলের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দেশব্যাপী চলমান ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং ধর্ষণের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com