কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে ইফতার মাহফিল এবং প্রবাসীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই মার্চ রাজধানী দোহার ফিরিজ আব্দুল আজিজে ঘরোয়া রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।
ইফতার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান ই এম আকাশ।
সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিংকনের পরিচালনায় সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও ঘরোয়া রেস্টুরেন্টের চেয়ারম্যান বেলায়েত হোসেন আরজু বক্তব্য রাখেন।
এ সময় ইফতার মাহফিলে আসা অসহায় প্রবাসীদেরকে ইফতার উপহার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বলেন, আকাশ মিডিয়া ভুবনের এই আয়োজনকে স্বাগতম ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশকে এবং এ ধরনের আয়োজনে কাতার প্রবাসী বাংলাদেশীদের আকাশ মিডিয়ায় সাথে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার উপহার সামগ্রী বিতরণ শেষে আগত অতিথি ও অনুষ্ঠানের কলা কৌশলীরা সকলে একসাথে ইফতারে যোগদান করেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com