রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মিথুন মোল্লা (২৮)কে র্যাব-১০ ফরিদপুর ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল ১৭ই মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকার মোঃ রহমত মোল্লার ছেলে।
জানা গেছে, গত ২৮শে জানুয়ারী রাতে ভিকটিম (২২) এর রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন(৪০) প্রবেশ করলে মিথুন ও তার সহযোগিরা ওই বাসায় আসে। এ সময় তারা ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করেছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছ থেকে ২ লাখ টাকা দাবী করে। এরপর নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক আদায় করে তারা। তবে দাবীকৃত অবশিষ্ট টাকা না পেয়ে মিথুনসহ অন্যান্যরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম(২২) নিজে বাদী হয়ে ২৯শে জানুয়ারী রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিল।
র্যাব-১০ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামী মিথুনকে গ্রেপ্তার করে। অভিযানে থানা পুলিশও অংশ নেয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিথুন রাজবাড়ী শহরের একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, মাদক, চুরি, ডাকাতি ও হত্যাসহ ৩টি মামলা চলমান রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com