পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে গতকাল ১৭ই মার্চ সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, জেল সুপার মোঃ এনামুল কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও তথ্য অফিসার রেখা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, আইন-শৃঙ্খলার বাহিনীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, জেলাবাসী যেনো নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে। জেলা পুলিশের পাশাপাশি নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে। ঈদে মানুষের নিরপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ মাঠে থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পৌরসভার সহযোগিতায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত যেখানে হবে সেখানে সাজানোর ব্যবস্থা করা হবে। রেলওয়ে মাঠসহ জেলা মডেল মসজিদ ও স্থানীয় ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই সকল আয়োজন আমাদের জেলাবাসীর জন্য। জেলাবাসী যেনো সুন্দর, নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করতে পারে সে জন্য সকল দপ্তর আমরা সমন্বয় করে কাজ করবো।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ-
ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন ঃ প্রচলিত রীতি অনুযায়ী ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবনের শীর্ষে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান/মালিক কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
ঈদের প্রধান জামাত ঃ রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। বৈরি আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে বিকল্প হিসেবে প্রধান জামাত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়াও শহরের অন্যান্য জামাতসমূহ এলাকাভিত্তিক মসজিদ/ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।
ঈদগাহ ময়দান সংস্কার ও পরিস্কারকরণ ঃ রাজবাড়ী পৌরসভা ঈদগাহ ময়দানের প্রবেশ পথ সংস্কার করে যাতায়াতের সুব্যবস্থাসহ অন্যান্য ছোটখাট মেরামত/সংস্কার এবং ঈদের আগের দিন বেলা ১১টার মধ্যে ঈদগাহ ময়দান ও ময়দানের চারপাশ পরিষ্কার(প্রয়োজনে ফায়ার সার্ভিস পানি দিয়ে ময়দানটি পরিষ্কারকরণে সহায়তা করবে) করে জামাতের পূর্বে মাঠ নামাজের উপযোগী করার সর্বপ্রকার ব্যবস্থাসহ ঈদগাহ ময়দানের চারপাশে পাইপের দন্ডে রঙিন পতাকা উত্তোলনের ব্যবস্থা করবে।
ঈদগাহ ময়দানে ওজুর পানির ব্যবস্থা, ময়দান সুসজ্জিতকরণ ও তোরণ নির্মাণ ঃ রাজবাড়ী পৌরসভা ঈদগাহ ময়দানে পর্যাপ্ত ওজুর পানির ব্যবস্থা এবং ঈদগাহ ময়দানের আশেপাশের স্থানসমূহ সুসজ্জিতকরণ ও ময়দানের প্রবেশ পথে তোরণ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
দৃশ্যমান/প্রকাশ্য স্থান ব্যানার দ্বারা সজ্জিতকরণ ও আলোকসজ্জা ঃ রাজবাড়ী পৌরসভা ও চেম্বার অব কমার্স কর্তৃক রাজবাড়ী সার্কিট হাউজ থেকে শুরু করে রাজবাড়ী রেলগেট ও ঈদগাহ ময়দান পর্যন্ত সড়কের দু’পাশে “ঈদ মোবারক” ও “কলেমা তাইয়্যিবা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” বাংলা ও আরবীতে লিখিত পতাকা ও ব্যানার দ্বারা সজ্জিত করার জন্য এবং শহরের মধ্যস্থিত প্রধান সড়ক সজ্জিতকরণ ও উল্লেখযোগ্য মোড়গুলোতে ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টারিং করা হবে। এছাড়াও রাজবাড়ী পৌরসভা ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শহরের প্রধান সড়ক আলোকসজ্জিত করা হবে।
উন্নতমানের খাবার পরিবেশন ঃ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের দিন রাজবাড়ী সরকারী শিশু পরিবার, জেলা সদর হাসপাতাল ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করবে।
অন্যান্য সিদ্ধান্ত সমূহ ঃ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় রাজবাড়ী পৌরসভা ঈদগাহ মাঠে ত্রিপলের ব্যবস্থা করবে। জেলা তথ্য অফিস জামাতস্থলে পর্যাপ্ত মাইকের এবং রাজবাড়ী পৌরসভা বিকল্প মাইকের ব্যবস্থা করবে। সংশ্লিষ্ট সকল বিভাগ তাদের স্ব-স্ব সরকারী/বেসরকারী ভবন/ভবন প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। রাজবাড়ী পৌরসভা শহরের সকল রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করবে।
ঈদগাহ মাঠে প্রবেশের পথে গাড়ী, রিক্সা ও অন্যান্য যানবাহন সুষ্ঠভাবে চলাচলের নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। জেলা পরিষদের ডাকবাংলো হতে ঈদগাহ ময়দান পর্যন্ত গাড়ী পার্কিং করতে দেওয়া হবে না। কোন জরুরী প্রয়োজন দেখা না দিলে ঈদগাহ ময়দানে ইমাম সাহেব অথবা জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়া কেউ মাইকে কোন প্রকার ঘোষণা দিতে পারবে না।
এছাড়াও উপরোক্ত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করার জন্য বিভিন্ন উপ-কমিটি কাজ করবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com