বদর দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্র শিবিরের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৩-১৮ ১৪:৪৯:১৮

image

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী সরকারী কলেজ শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ১৮ই মার্চ সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 
 রাজবাড়ী সরকারী কলেজ শাখা শিবিরের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাঈদ সুমন বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সরকারী কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক খন্দকার রাব্বির সঞ্চালনায় অন্যান্যর মধ্যে রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ হাফিজুর রহমান, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সেক্রেটারী হাসান মাহমুদ, ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী কলেজ শাখার সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি খবির উদ্দিন, কলেজ শাখার সাবেক সভাপতি ও জেলা শাখার সাবেক সভাপতি আরিফ চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি ও জেলা শাখার সাবেক সভাপতি এডঃ রনজু বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাঈদ সুমন ঐতিহাসিক বদর যুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। 
 তিনি বলেন, আমরা ২০২৪ সালের জুলাই ও আগস্টে দেখতে পেয়েছিলাম খুনি হাসিনার কাছে ডিজিএফআই ছিলো, এনএসআই, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ছিলো। খুনি হাসিনা ছাত্রদের বিপক্ষে সবকিছু ব্যবহার করেছে কিন্তু আমরা দেখতে পারি ছাত্ররা পলায়ন করে নাই। খুনি শেখ হাসিনা ঠিকই পলায়ন করে ভারতে চলে গেছে।
 ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও কার্যকরী সদস্য আবু সাঈদ সুমন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com