নারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-১৯ ১৫:১৩:৫০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল ১৯শে মার্চ লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু এবং বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বক্তব্য রাখেন। 
 এছাড়া অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, নারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বকুলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে।
 ইফতার পূর্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া এবং তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। 
 ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা মোঃ আবু জাফর মিয়া।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com