পাংশা ও কালুখালীর দরিদ্র ৪শত পরিবার পেল আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদান

মোক্তার হোসেন || ২০২০-০৫-১৯ ১৪:৫৮:৩৮

image

করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় আমেরিকার নিউইয়র্ক প্রবাসী বাদশা আলমগীর, ডাঃ আইয়ুব হোসেন, মাসুম রেজা ও  শাহিন হোসেন প্রদত্ত আর্থিক অনুদান গত সোমবার ও গতকাল মঙ্গলবার দু’দিনে পাংশা ও কালুখালী দুই উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন অস্বচ্ছল শ্রমজীবী ও দরিদ্র ৪শ’ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
  জানা যায়, গত সোমবার পাংশার কশবামাজাইল ইউনিয়নে এবং গতকাল মঙ্গলবার পাংশা পৌরসভার পার নারায়নপুর গ্রাম এবং কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গতমপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, জাফরপুর হেফজখানা প্রাঙ্গন ও হরিণবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ৪শ’ পরিবারের প্রত্যেকের মাঝে ৫শত করে নগদ টাকা বিতরণ করা হয়।
  পাংশার কশবামাজাইল ইউনিয়নে আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদান প্রদানের সময় এম মাহমুদ হোসাইন (ইউনুস মিয়া) এবং কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদান প্রদানের সময় মোঃ আলাউদ্দিন মন্ডল, মনিবুর রহমান(ইকবাল মাস্টার), আনিসুর রহমান, আরিফুল ইসলাম, ওসমান গনী জোয়ার্দ্দার, মোঃ কাশেদ আলী বিশ্বাস ও আতাউর রহমান মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন।
  জানা যায়, আমেরিকার নিউইয়র্ক প্রবাসী বাদশা আলমগীর, ডাঃ আইয়ুব হোসেন, মাসুম রেজা ও শাহিন হোসেন ৪জন সমন্বয় করে দেশের করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অস্বচ্ছল শ্রমজীবী ও দরিদ্র মানুষের মানবিক সহায়তা প্রদানে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com