রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার ৩জন ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন(৩৩) এর বিরুদ্ধে।
এ ঘটনায় এক ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গত ১৮ই মার্চ রাতে কালুখালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল ১৯শে মার্চ দুপুরে তাকে আদালত প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাঠি গ্রামের বেলজার হোসেন ছেলে। সে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ ও ১২ বছর বয়সী পরস্পর তিন বন্ধু কালুখালী উপজেলার হরিণবাড়িয়া এলাকার কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসায় নাজেরা শাখায় লেখাপড়া করে। ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তাদের বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত ২৫শে ফেব্রুয়ারী রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থী সোহানকে মাদ্রাসা ভবনের ২য় তলার একটি রুমে নিয়ে ওই শিক্ষক জোর পূর্বক ধর্ষণ(বলৎকার) করার চেষ্টা করলে সোহান তাকে ধাক্কা মেরে চলে আসে।
এছাড়াও গত ১লা জানুয়ারী আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী নিয়ন মাহমুদ(১২) মাদ্রাসার নিচ তলায় ঘুমিযে থাকা অবস্থায় ওই শিক্ষক তাকে বলৎকার করার চেষ্টা করলে তার ঘুম ভেঙে গেলে সে সেখান হতে চলে যায়।
অপরদিকে, গত ১৫ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার নিচতলায় রোমান (১২)কে একা পেয়ে তাকেও বলৎকারের চেষ্টা করে ওই শিক্ষক। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই তিন শিশু ছাত্রকে গত ৩ মাস ধরে বিভিন্ন বাহানায় তার রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করে। ভয়ে ওই শিশুরা তার পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করলে সে দোষ স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।
এ ঘটনায় এক ভিকটিমের মা বাদী হয়ে বলৎকার চেষ্টার মামলা দায়ের করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে আদালতে উঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com