রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা মিরাজ খান (৩৫)কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মিরাজ খান সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকার মেহের উল্লাহর ছেলে। মিরাজ খান সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, মোঃ জিসান খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। গত ৫ই আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে মামলার বাদী জিসানসহ ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। ওই সময় মামালর এজাহার নামীয় আসামীরাসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আসামীরা দেশীয় লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তারা সেখান থেকে না সড়লে আসামীরা তাদের ওপর বাঁশের লাঠিসোঁটা ও বাটাম দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি মারপিট করে। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও আসামীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। এরপর তারা ৮/১০টি ককটেলের বিস্ফোরণ করলে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গত ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে যুবলীগ নেতা মিরাজ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার মামলায় পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী মিরাজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৯শে মার্চ গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com