রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২০শে মার্চ পাংশা পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ৩টি মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী পার নারায়নপুর ৪ রাস্তা মোড় জামে মসজিদে, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে ও ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী বিষ্ণুপুর গ্রামের একটি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠান সমূহে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।
২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ঃ পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিম বক্তব্য রাখেন।
৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ঃ পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে এবং পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মনজুর রহমান মিঞার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী) ও পাংশা পৌর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মাওলানা মোঃ এনামুল হক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নাজমুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com