মিজানপুরে ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী টুকুর সমর্থনে উঠান বৈঠক

রফিকুল ইসলাম || ২০২০-১১-০৭ ১৫:৪০:৩৪

image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৭ই নভেম্বর বিকালে কাকিলাদাইর গ্রামস্থ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার মিতা’র বাড়ীতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
  মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমিন উদ্দিন আহম্মেদ টুকু, অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, ইউপি আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আফরিন মাহফুজা বেনু, মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি তাপসী বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, ইউপি সদস্য জহির মন্ডল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজেদ মন্ডল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান নাজমুল, ইসলাম বিশ্বাস, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, স্থানীয় যুবলীগ নেতা সিদ্দিক হেলাল আহম্মেদ, কাজী আরিফুর রহমান, শেখ আব্দুর জব্বার, মামুন আহম্মেদ, শেখ মোঃ কেসমত, রশিদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
  প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সার্বিক সমর্থন কামনা করেন এবং এখন থেকেই তার পক্ষে সকলকে নির্বাচনী কাজে নেমে পড়ার আহ্বান জানান।
  তিনি সবসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন-উল্লেখ করেন।           

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com