মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-২৪ ১৫:৫৫:২০

image

 আগামীকাল ২৬শে মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
 কর্মসূচীর মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে ২৬শে মার্চ প্রত্যুষে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭টা থেকে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বধ্যভূমি, লক্ষ্মীকোলের মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের ও নিউ কলোনীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। বাদ জোহর/সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বিকেল ৪টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান। রাতে জেলার সকল হাসপাতাল, জেলা কারাগার, সরকারী শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভাবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্র সমূহে বিশেষ খাবার পরিবেশন।
 সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমীতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন। সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলা পর্যায়ের সিনেমা হল/মিলনায়তন ও উন্মুক্ত স্থানে বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও মিলনায়তন/উন্মুক্ত স্থানে বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কসমূহ ও সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা এবং সকাল ও সন্ধ্যা থেকে রাজবাড়ী শিশু পার্ক ও ডাঃ আবুল হোসেন ট্রাস্ট জাদুঘর উন্মুক্ত রাখা হবে এবং বিনা টিকিটে প্রদর্শনী ব্যবস্থা থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com