রাজবাড়ী কারাগারে শিশুদের ঈদ উপহার-বন্দিদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-২৪ ১৫:৫৫:৪৩

image

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ২৪শে মার্চ সকালে জেলা কারাগার পরিদর্শন করেন।
 তিনি কারাগারে পৌছালে কারারক্ষীদের একটি সুসজ্জিত চৌকস কারারক্ষীদল তাকে গার্ড অব অনার এবং সশস্ত্র সালাম প্রদান করেন।
 পরে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, রন্ধনশালা, কিশোর ওয়ার্ডসহ কারাঅভ্যন্তরের চত্বর ঘুরে দেখেন এবং কারাবন্দীদের খোঁজখবর নেন।
 এ সময় জেলা প্রশাসক কারাগারে থাকা শিশুদের ঈদের পোশাক ও খেলনা উপহার দেন এবং কারাবন্দিদের মাঝে বই ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
 এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, জেল সুপার মোঃ এনামুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com