জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২৫শে মার্চ শহরের নান্নু টাওয়ারের কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজনের সভাপতিত্বে অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল গনির স্ত্রী লাকী আক্তার, শহীদ সাগরের পিতা তোফাজ্জল হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আল মাসুরুন ও মাওলানা আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল।
ইফতার ও দোয়া মাহফিলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ, জেলা পুলিশের ইন্সপেক্টর মোঃ জিন্নাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্যগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com