গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৫-০৩-২৫ ১৮:৫৯:৩৯

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পোড়াভিটা এলাকা হতে চোরাই একটি ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের ৯টি ব্যাটারি চার্জারসহ সোহান শেখ(২১) নামক ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 গ্রেফতারকৃত সোহান শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড খানখানাপুর রেলস্টেশন এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে।
 থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় নিয়মিত পুলিশী অভিযান পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গত ২৪শে মার্চ দিনগত রাত সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা শহীদের হোটেলের সামনে থেকে মালামালসহ সোহানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 
 গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে গতকাল ২৫শে মার্চ আদালত প্রেরণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com