পাংশায় মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-২৭ ১৯:৪৫:৩৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
 পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
 উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের রজনীগন্ধা ফুলের স্টিকার প্রদান করে অনুষ্ঠানে বরণ করা হয়। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
 অনুষ্ঠানে পাংশা উপজেলার তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্য এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 এর আগে প্রত্যুষে পাংশা মডেল থানায় ৩১বার তোপধ্বনি, সকাল ৮টায় পাংশা কলেজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় পাংশা জর্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com