মানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘আমরা সনাতনী যুবক’ এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, পেঁয়াজ, আলু, লবণ) বিতরণ করা হয়েছে।
গতকাল ২৯শে মার্চ বিকাল ৩টায় রাজবাড়ী শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে চত্বর থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণের আগে আমরা সনাতনী যুবক সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময়ে সংগঠনের সমন্বয়ক রাজেশ মন্ডল, রতন দাস, সুমন দাস, অনিক দাস, সমর কর্মকার, আকাশ দাস, সদস্য অর্ঘ দাস, অন্তু গোয়ালী, মুগ্ধ কুন্ডু ও উৎসব পাল রিক্ত কুন্ডু উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, মানবতার সেবায় আমরা সনাতনী যুবক সংগঠন সবসময় মানবতার কাজ করে থাকে। আমরা প্রতিবারের ন্যায় এবারেও মনে করেছি যে আপনাদের হাতে যদি সামান্য উপহার তুলে দিতে পারি তাহলে আমাদের নিজেদের কাছে ভালো লাগবে। সেই কারণে সংগঠনের যারা যুক্ত রয়েছে তারা সকলে মিলে এই আয়োজন করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে ঈদ সামগ্রী আরও বেশি বিতরণ করতে পারি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com