ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

মইনুল হক মৃধা || ২০২৫-০৩-২৯ ১৯:৪৮:৩০

image

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছে মানুষ। যার ফলে যাত্রীদের ভিড় বেড়েছে সড়ক ও নৌপথে। 
 গত দুইদিনে দৌলতদিয়ায় ঘাটে অবস্থান করে এ চিত্র দেখা যায়।
 পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরীতে বাস, প্রাইভেটকার, মোটর সাইকেল ছাড়াও বহু সংখ্যক আসা যাত্রীর ভিড় দেখা গেছে।
 একই চিত্র দৌলতদিয়া লঞ্চঘাটেও। প্রতিটি লঞ্চেই ছিল ভিড়। এ অবস্থায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে পার হচ্ছে লঞ্চগুলো। পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। যাত্রীর চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে নেই কোন যানজট বা ভোগান্তি। ফেরী ও লঞ্চ থেকে যাত্রীরা নেমে চলে যাচ্ছে গন্তব্যে।
 ঢাকা থেকে আসা হামিদা আক্তারের সঙ্গে কথা হয় দৌলতদিয়া ৭নম্বর ফেরী ঘাটে। তিনি বলেন, ‘গত কয়েকটি ঈদের মত এবারও কোন প্রকার ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছি। পথে যানজট নেই, এমনকি ফেরী ঘাটেও ভোগান্তি নেই।’
 জে আর পরিবহনের যাত্রী বকুল খান বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে ফেরী ঘাটে ভোগান্তির শেষ ছিল না। এখন সেই ভোগান্তি নেই। সেতু চালুর পর থেকে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছি। এবারও একই পরিস্থিতি।’
 প্রাইভেটকার চালক বাচ্চু সরদার বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া দুই পাড়ের কোথাও তেমন কোন ভোগান্তি নেই। ঘাটে আসা মাত্রই ২০মিনিটের মধ্যে ফেরীতে উঠতে পেরেছি। অথচ এক সময় দুই ঘাটে কত ভোগান্তি ছিল। আল্লাহ বাঁচাইছে।’
 দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরী চলাচল করছে জানিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, ‘ভোগান্তি ছাড়াই ফেরীতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন।’
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, ঘাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, দালাল ও যানজট কমাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা উপহার দিতে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সমন্বয় করে কাজ করছে। আশা করছি সকলে ভালোভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে পারবেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com