রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৩-৩০ ০১:৩১:৩৯

image

রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। গত ১৭ই মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, জেল সুপার মোঃ এনামুল কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও তথ্য অফিসার রেখা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, আইন-শৃঙ্খলার বাহিনীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পৌরসভার সহযোগিতায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও জেলা মডেল মসজিদ ও স্থানীয় ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 
 রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। বৈরি আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে বিকল্প হিসেবে প্রধান জামাত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এছাড়াও শহরের অন্যান্য জামাতসমূহ এলাকাভিত্তিক মসজিদ/ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।
 ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন ঃ প্রচলিত রীতি অনুযায়ী ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবনের শীর্ষে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান/মালিক কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
 ঈদগাহ ময়দানে ওজুর পানির ব্যবস্থা, ময়দান সুসজ্জিতকরণ ও তোরণ নির্মাণ ঃ রাজবাড়ী পৌরসভা ঈদগাহ ময়দানে পর্যাপ্ত ওজুর পানির ব্যবস্থা এবং ঈদগাহ ময়দানের আশেপাশের স্থানসমূহ সুসজ্জিতকরণ ও ময়দানের প্রবেশ পথে তোরণ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
 সজ্জিতকরণ ও আলোকসজ্জা ঃ রাজবাড়ী পৌরসভা ও চেম্বার অব কমার্স কর্তৃক রাজবাড়ী সার্কিট হাউজ থেকে শুরু করে রাজবাড়ী রেলগেট ও ঈদগাহ ময়দান পর্যন্ত সড়কের দু’পাশে “ঈদ মোবারক” ও “কলেমা তাইয়্যিবা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” বাংলা ও আরবীতে লিখিত পতাকা ও ব্যানার দ্বারা সজ্জিত করার জন্য এবং শহরের মধ্যস্থিত প্রধান সড়ক সজ্জিতকরণ ও উল্লেখযোগ্য মোড়গুলোতে ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টারিং করা হবে। এছাড়াও রাজবাড়ী পৌরসভা ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শহরের প্রধান সড়ক আলোকসজ্জিত করা হবে।
 উন্নতমানের খাবার পরিবেশন ঃ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদের দিন রাজবাড়ী সরকারী শিশু পরিবার, জেলা সদর হাসপাতাল ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করবে।
 ঈদগাহ মাঠে প্রবেশের পথে গাড়ী, রিক্সা ও অন্যান্য যানবাহন সুষ্ঠভাবে চলাচলের নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। জেলা পরিষদের ডাকবাংলো হতে ঈদগাহ ময়দান পর্যন্ত গাড়ী পার্কিং করতে দেওয়া হবে না। কোন জরুরী প্রয়োজন দেখা না দিলে ঈদগাহ ময়দানে ইমাম সাহেব অথবা জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়া কেউ মাইকে কোন প্রকার ঘোষণা দিতে পারবে না।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com