রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-০৫ ১৫:২৩:১৬

image

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী জনসাধারণের ফিরতি যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
 গতকাল ৫ই মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এবং গোয়ালন্দ ঘাটে বিশেষ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
 অভিযানে বিভিন্ন যানবাহনের, বিশেষত মোটর বাইক চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট ও লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার দায়ে একাধিক ব্যক্তিকে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। দৌলতদিয়া ঘাটের বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয় এবং বিভিন্ন যানবাহনের যাত্রীদের মতামত ও অভিযোগ শোনা হয়।
 এছাড়া ফেরী ঘাটে যাত্রীদের কাছে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। সকল যাত্রীকে নির্ধারিত কাউন্টার হতে ব্যানারে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ী টিকেট ক্রয় করতে পরামর্শ প্রদান করা হয়।
 অভিযানের সময় সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান, বিআরটিএ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
 উল্লেখ্য, গত ২রা এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার গোয়ালন্দ ঘাট ও খানখানাপুর রেলগেট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
 এ সময় বিভিন্ন যানবাহনের বিশেষত মোটর বাইক চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট ও লাইসেন্স ব্যতীত গাড়ী চালনার দায়ে ৭ ব্যক্তিকে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। 
 সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও সড়ক পথে দূর্ঘটনা এড়াতে ঈদের আগে থেকে শুরু হওয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com