দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৫-০৪-০৬ ১৫:২৬:১৯

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ বিক্রেতা মোঃ হায়াত কাজী (২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 গ্রেফতারকৃত হায়াত কাজী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মাদার কাজীর ছেলে।
 থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোঃ সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গত ৫ই এপ্রিল রাত ১১টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৭৫ পুড়িয়া হেরোইনসহ হায়াত কাজীকে গ্রেফতার করে।
 গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হায়াত কাজীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল ৬ই এপ্রিল রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com