গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা নজরুল মন্ডল কারাগারে

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৪-১০ ১৫:৩১:৪৬

image

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল(৫০) এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
 গতকাল ১০ই এপ্রিল বেলা ১১টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে নজরুল ইসলাম মন্ডল হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।
 নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
 জানা গেছে, গত ৪ঠা আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত বছরের ১০ই ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় নজরুল ইসলাম মন্ডল এজাহারনামীয় ২নম্বর আসামী।
 এছাড়াও রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলার তিনি আসামী ছিলেন।
 রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মন্ডল হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। 
 রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ আব্দুর রাজ্জাক-২ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামী নজরুল ইসলাম মন্ডল। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com