রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-১০ ১৫:৩২:০৫

image

রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া কর্তৃক পৌরসভার হিসাব রক্ষক মোঃ মোকলেছুর রহমান (৫৫)কে শারীরিক আঘাত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১০ই এপ্রিল বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভা কর্মচারী সংসদের আয়োজনে পৌরসভার মূল ফটকের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
 প্রতিবাদ সভাতে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, হিসাব রক্ষক মোঃ মোকলেছুর রহমান ও পৌরসভা কর্মচারী সংসদের আহ্বায়ক মোঃ নুরুন্নবী বাবু বক্তব্য রাখেন। 
 এ সময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামসহ পৌরসভার সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
 প্রতিবাদ সভায় হিসাব রক্ষক মোঃ মোকলেছুর রহমান বলেন, গত ৯মার্চ বেলা ১১টায় আমি আমার রুমে বসে দাপ্তরিক কাজ করছিলাম। এমন সময় পৌরসভার সাবেক মেয়র ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া পৌর নির্বাহী কর্মকর্তার রুমে বসে একজন পৌর কর্মচারীকে দিয়ে আমাকে ডাকায়। আমি পৌর নির্বাহী কর্মকর্তার রুমে গেলে কোন কথাবার্তা না বলে আমাকে সে গালাগালি করে এবং আমাকে কর্মচারীদের সম্মুখে শারীরিক ভাবে আঘাত করে। এরপর পৌর নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মচারীরা তাঁকে থামিয়ে আমাকে নিজ কক্ষে নিয়ে আসেন। এ ঘটনায় আমি রাজবাড়ী থানায় জিডি করেছি। জিডি নম্বর-৪৪২, তাং-০৯/০৪/২০২৫। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
 পৌর নির্বাহী কর্মকর্তা তায়েব আলী বলেন, সাবেক মেয়র মোঃ তোফাজ্জল আমার কক্ষে প্রবেশ করার আগে তাঁদের মধ্যে মুঠোফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সাবেক মেয়র রাগান্বিত অবস্থায় আমার রুমে আসেন। পৌরসভার আগের কোনো বিষয় নিয়ে মোকলেছুর রহমানের ওপর তিনি হয়তো ক্ষিপ্ত ছিলেন। হিসাব রক্ষক আমার রুমে আসলে দু’জনের ভিতর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া হিসাব রক্ষক মোকলেছুর রহমানকে হাত ধরে টানাটানি করে বলতে থাকেন, “চল তোকে ডিসির(জেলা প্রশাসক) কাছে যেতে হবে। আর গালাগালি করতে থাকে। তারপর হিসাব রক্ষকে আঘাত করেন তিনি। 
 প্রতিবাদ সভায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, অফিসের মধ্যে আমাদের নিরাপত্তা নেই। আমরা আমাদের কর্মস্থলে নিরাপত্তা চাই।
 এ বিষয়ে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। মোকলেছুর রহমান সম্পর্কে আমার আত্মীয় হয়। অন্যায় করলে একটু শাসন করতেই পারি। 
 এ ব্যাপারে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com