রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১০ই এপ্রিল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খোন্দকার ইজাজুল হক মনার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের(বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বক্তব্য রাখেন।
জনসভায় আরো উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, পাংশা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, কালুখালী উপজেলা বিএনপি’র আহবায়ক কে এম আবু সাঈদ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নু, কেন্দ্রীয় যুবদল নেতা আজমীর হোসেন জুয়েল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম-আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, পাংশা উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর জিন্নাহ, ইসলামপুর ইউনিয়নের সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল নেতা শিবলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বালিয়াকান্দি জিয়া মঞ্চের সভাপতি নান্নু বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, কোন একজনকে ফাঁকা মাঠে দেওয়া গোল দিতে দেবো না। আমি ৬বছর আগে লন্ডনে গিয়েছিলাম তখন আমি তারেক রহমানের সাথে দেখা করেছিলাম। তখন সে জিজ্ঞাসা করেছিলো আমি প্রার্থী কি না, আমি বলেছিলাম না। তবে তাই বলে কোন একজনকে ফাঁকা মাঠে দেওয়া গোল দিতে দেবো না। নির্বাচন করলে ভোটের মাঠে লড়াই করেই দলীয় নমিনেশন আনতে হবে। নেতাদের অসম্মান করে কোন কথা বলা উচিত না। আমার নামে ফেসবুকে ভুয়া আইডি থেকে পোষ্ট দেয়। আমি তাদেরকে বলি ভুয়া বাবার সন্তান।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। নেত্রী প্রায় সুস্থ। তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন, নির্বাচন করবেন এবং তারেক রহমানও দ্রুতই দেশে আসবেন, এসে দলের হাল ধরবেন। আপনারা এক থাকেন, আপনাদের সাথে নিয়ে আমি ভোটের মাঠে লড়াই করতে চাই।
বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নু বলেন, নমিনেশন দেবে খালেদা জিয়া, তারেক রহমান। কোন চাঁদাবাজ নমিনেশন পাবে না, পাবে ক্লিন ইমেজের ব্যক্তি, সেটা বলেছেন আমার নেতা তারেক রহমান। আবুল হোসেন খানের মাথায় নাসিরুল হক সাবুর আর্শিবাদ রয়েছে। এই ক্লিন ইমেজের ব্যক্তির পাশে আপনারা থাকবেন তাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com