নিরীহ মানুষদের উপর চলমান বর্বরতা ও অমানবিক হামলার প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ উদ্যোগে রাজবাড়ী শহরে গতকাল ১১ই এপ্রিল বাদ জুম্মা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বড়পুল থেকে শুরু হয়ে রাজবাড়ী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বাদল মল্লিক সভাপতিত্বে গণধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহিন আলম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কল্লোল হাসান রাব্বি ও ছাত্রনেতা ইমন খান বক্তব্য রাখেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে শ্রমিক নেতা সোহেল মল্লিক, সোহেল তানভীর,ওবায়দুর রহমান, শরিফ খান সহ গণধিকার পরিষদ রাজবাড়ী জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রনেতা শাহীন আলম বলেন, ইয়া আহলাল গাজ্জা হে বাইতুল মাগদিসের অধিবাসীরা, হে সম্মান ও মর্যাদার অধিকারিরা। আপনারা সাক্ষি থাকেন, শাহাজালালের মাটি থেকে আপনারা সালাম নেন, হাজি শরীয়তউল্লার ভুমি থেকে আপনারা সালাম নেন। মুসলিম বঙ্গ থেকে আপনারা সালাম নেন। আমাদের শরীরটা এখানে আটকা পড়ে আছে আমাদের মন মাসজিদাল আকসার সাথে। আল্লাহর কসম আমাদের সামর্থ্য থাকলে আমরা এই জিহাদে আপনাদের সাথে থাকতাম। আপনাদের সামনে থাকতাম ডানে থাকতাম বামে থাকতাম পিছনে থাকতাম।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com