ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রাজবাড়ী মহিলা পরিষদের উদ্যোগে গতকাল ১৩ই এপ্রিল সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক এবং রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি লাইলী নাহার, মহিলা পরিষদ রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখা, সবিতা চন্দ, গীতা কর, এডভোকেট নাজমা সুলতানা ও তরুণ প্রজন্মের শিক্ষার্থী রোজানা রেখা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসরায়েলের বর্বর বাহিনী মায়ের কোলের শিশুকেও ছাড়ছে না। হত্যা করা হচ্ছে নারী শিশুসহ হাজার হাজার মানুষকে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অচিরেই গাজার গণহত্যা বন্ধের জোর দাবী জানান তারা। ইসরায়েল হত্যাযজ্ঞ চালাবে, আর পুরো পৃথিবীর মুসলিমরা তা তাকিয়ে দেখবে, এটা হতে পারে না। বিশ্ব নেতৃবৃন্দসহ সকল মুসলিম বিশ্বের প্রতি হস্তক্ষেপ গ্রহণ ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসভাবে নারী ও শিশু হত্যাকান্ড এবং গাঁজার ধ্বংসাক্তক ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সেই সাথে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্ব নেতৃবৃন্দদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট এবং মানবাধিকারের পক্ষে ও নিরীহ মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com