প্রথম বারের মতন রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি গত ১৪ই এপ্রিল সকালে পান্তা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। এরপর বেলা ১১টায় বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করে তারা। শোভাযাত্রাটি আজাদী ময়দান থেকে বের হয়ে পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে ৩টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
বৈশাখী আনন্দ শোভাযাত্রায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সহ-সভাপতি হীরা শেখসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। এবার মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। নতুন আঙ্গিকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে বৈশাখী শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে। এবার দলীয়ভাবে আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। কেন্দ্রের নির্দেশনায় সারা বাংলাদেশেই পহেলা বৈশাখ নতুন আঙ্গিকে ও নতুন ভাবধারায় পালন করা হচ্ছে। এই প্রোগ্রাম ৪দিনব্যাপী হবে। রাজবাড়ী জেলা বিএনপির ৮টি ইউনিটেই একযোগে এটি উদযাপন করা হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com