পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী লোকজ মেলায় দ্বিতীয় দিনে গতকাল ১৫ই এপ্রিল বিকালে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে ঘুড়ি প্রতিযোগিতা উৎসবের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা উৎসবে কইরো, ঢাউস, চিলা, ডোল, প্রতিমসহ বিভিন্ন ধরণের ঘুড়ি অংশ নেয়।
নবাবপুর থেকে আসা আবু তালেব মোল্লা বলেন, আমি এখানে কইরো ও প্রতিম ঘুড়ি নিয়ে আসছিলাম। মাঝে মাঝে এমন আয়োজন করলে ভালো হয়।
রাকিব নামের আরেকজন বলেন, আমি একটা কইরো ঘুড়ি এনেছিলাম। এই মেলাতে উড়িয়েছি। তবে বাতাস না থাকায় ঘুড়ি উড়ানো যাইনি।
দর্শনার্থী সবুজ বলেন, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ঘুড়ির এক নিবিড় সম্পর্ক রয়েছে। ঘুড়ি উৎসব এখন বিলুপ্তির পথে। এখানে এসে আমার ছোট বেলার ঘুড়ি উড়ানো স্মৃতি মনে পড়ে গেলো। আমি আজকে আসতে পেরে খুবই আনন্দিত। আর আয়োজকদের ধন্যবাদ, তারা ঐতিহ্যকে লালন করছেন। আশা করি আগামী দিনেও এটা চালু রাখবেন।
ঘুড়ি উৎসবে জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com