রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-১৭ ১৪:২৮:৫৬

image

 জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের(২২৮৪) কার্যালয় গতকাল ১৭ই এপ্রিল বিকেলে শহরের রেলগেটস্থ এলাকায় উদ্বোধন করা হয়।
 রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রমজান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন। 
 এ সময় জেলা বিএনপির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক সালাম শেখ।
 জানা গেছে, গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে রাজবাড়ী ১নং রেলগেটস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর করে দুর্বৃত্তরা। এরপর থেকেই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। তখন থেকেই শ্রমিক ইউনিয়নের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। এরপর শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন করে রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com