রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর(৭১) রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী আগামী ২৮শে এপ্রিল ধার্য্য করা হয়েছে।
গতকাল ১৭ই এপ্রিল তার হাজিরার দিন ধার্য্য থাকলেও মামলার নথি দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড ও শ্যোন এরেস্ট শুনানী হয়নি। প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে তাকে কোর্টে আনা হলেও পরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ আগামী ২৮শে এপ্রিল মামলার শুনানী তারিখ ধার্য করেন।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, জিআর-৩৩২/২৪ এবং জি.আর-৩৩৪/২৪ মামলার নথি বিজ্ঞ দায়রা জজ আদালতে থাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর রিমান্ড ও শ্যোন এরেস্ট শুনানী হয়নি। আগামী ২৮শে এপ্রিল পুনঃ তারিখ ধার্য্য করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ৬ই এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার মহাখালী থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে। পরদিন গত ৭ই এপ্রিল দুপুর পৌনে ১২টায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
গ্রেপ্তারকৃত কাজী কেরামত আলী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ৩নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের বড় পুত্র। কাজী কেরামত আলী রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের ৬ বারের সাবেক জাতীয় সংসদ সদস্য। এছাড়াও তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।
জানা গেছে, ২০২৪ সালের গত ১৮ই জুলাই বিকাল ৩টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে হামলার অভিযোগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা গত ৩০শে আগস্ট বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১৪, তাং-৩০/০৮/২০২৪ইং, ধারাঃ ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৬ ধারা।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি কাজী কেরামত আলী আত্মগোপনে ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com