রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-১৮ ১৪:৪৯:২৪

image

 রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা গত ১৫ই এপ্রিল রাতে শহরের পান্না চত্বর এলাকার অনুপম পৌর সুপার মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল মিন্টু বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাকিব ও মোঃ রশিদুজ্জামান দুলাল উপস্থিত ছিলেন।
 এ সময় রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যসহ অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
 সভায় মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করানোসহ তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com