রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৪-১৮ ১৫:০২:০০

image

রাজবাড়ী রেলস্টেশন থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 
 গতকাল ১৮ই এপ্রিল সকাল সোয়া ৬টার দিকে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 রাজবাড়ী রেলওয়ে(জিআরপি) থানা সূত্রে জানা গেছে, গতকাল ১৮ই এপ্রিল ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় ২নং প্লাটফর্মে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সাপুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে লোকটি ছিন্নমূল। স্টেশনেই হয়তো থাকতো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com