রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৯শে এপ্রিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত ফিল্ড এ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।
গত ১৮ই এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাংশা উপজেলা পরিষদের সন্নিকটে পূর্ব পাশে কুড়াপাড়া মৌজায় তার বসত বাড়ী। পৈত্রিক বাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির মেঘনা গ্রামে। চাকুরী জীবনে এবং চাকুরী থেকে অবসর কালীন সময়ে পল্লী চিকিৎসায় সম্পৃক্ত থাকায় তিনি ডাঃ আব্দুল জব্বার নামে সুপরিচিত ছিলেন। তিনি বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ছিলেন। তার পিতার নাম আহম্মদ আলী শেখ এবং মাতা ছিকারন নেছা।
এদিকে গতকাল ১৯শে এপ্রিল জোহর নামাজের পর পাংশা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ চত্বরে তার নামজে জানাযা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র উপস্থিতিতে রাজবাড়ী পুলিশ লাইন্সের একটি দল গার্ড অব অনার পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের কফিনে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। তাকে পাংশা পৌর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল জব্বারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৭১ বছর। এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৫৪ সালের ৬ই জুলাই। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com