পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২জন বিক্রেতা গ্রেফতার

মোক্তার হোসেন || ২০২৫-০৪-১৯ ১৫:১২:৩১

image

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১৯শে এপ্রিল সকালে পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা মাসুম শেখ(২৬) ও মারুফ শেখ(২৪)কে গ্রেফতার করেছে।
 ধৃত মাসুম শেখ ও মারুফ শেখ মাগুরাডাঙ্গী মধ্যপাড়া গ্রামের মোঃ মনিরুল শেখের ছেলে। 
 জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
 এ ব্যাপারে এস.আই মোঃ কামাল হোসেন বাদী হয়ে মাসুম শেখ ও মারুফ শেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে। 
 পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন ও এস আই মোঃ কামাল হোসেন তথ্য নিশ্চিত করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com