গাজায় গণহত্যার প্রতিবাদে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় মানববন্ধন হয়েছে।
গতকাল ১৯শে এপ্রিল সকাল ৮টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির ও তৌহিদী জনতার আয়োজনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের টার্মিনাল জামে মসজিদের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ তারেক বিল্লাহের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামাণিক, গোয়ালন্দ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ আব্বাস আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আঃ হাকিম, ফেলু মোল্লা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাফায়েত হোসেন, মাওলানা এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দেশবাসীকে ইসরাইলের পণ্য বয়কট করার জন্য আহবান জানান।
মানববন্ধন শেষে ফিলিস্তিনীদের জন্য দোয়া করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com