রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ওই প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গতকাল ২০শে এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরিফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দুলকুন্ড গ্রামের মান্নান বেপারীর ছেলে পান্নু বেপারী(২৯), উতলি গ্রামের পাতরাইল দিঘিরপাড় এলাকার কালা মিয়া মাতব্বরের ছেলে রাজু মাতুব্বর(৩২), মোঃ সাজু মাতব্বর(২৮) ও মোঃ কুদ্দুস তালুকদারের ছেলে মোঃ মাসুদ তালুকদার(৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ই এপ্রিল দুপুরে প্রতিভা রানী দাস নামে এক নারীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ওই নারী কল রিসিভ করলে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার সাথে কথা বলে কল কেটে দেয়। একই তারিখে বিকেলে অপর একজন ব্যক্তি অন্য একটি নাম্বার দিয়ে ওই নারীর ব্যক্তিগত নম্বরে কল করে নারীর সোনালী ব্যাংকের একাউন্টের নমিনী সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে তার জাতীয় পরিচয়পত্র ও ছবি চায় এবং তার মোবাইল নম্বরে ওটিপি আসবে বলে জানায়। একই তারিখ বিকেলে একাধিক ওটিপি ওই নারীর মোবাইলে আসলে সে সরল মনে বিশ্বাস করে ওটিপি কোডগুলো সোনালী ব্যাংক কর্মকর্তা পরিচয় দেয়া ওই ব্যক্তিকে বলে দেয়। পরে ওই নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা সাতটি ধাপে মোট ৮ লক্ষ টাকা আত্মসাত করে।
পরবর্তীতে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় গত ১৮ই এপ্রিল ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে বালিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে। গতকাল ১৯শে এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের অভিযান চালিয়ে চক্রের ৪জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সিম, ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তারা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মোবাইলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদেরকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ওটিপি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাৎ করে থাকে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা রিমান্ড আবেদন করবো। আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com