ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ৫ মিনিটের কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ী গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল ২১শে এপ্রিল বেলা ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে মাত্র ৫-৬ মিনিটের ঝড়ে আলফাডাঙ্গার প্রায় ৭ থেকে ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকা সূত্রে জানাযায়, গতকাল ২১শে এপ্রিল সকাল ১০টা থেকে জেলার আলফাডাঙ্গায় হালকা দমকা হাওয়া বইতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড় উপজেলার সদর ইউনিয়নের ধলের চর, শুকুরহাটা, ব্রাম্মনজাটি গ্রাম, বিদ্যাধর ও পৌর সদরের কুসুমদি, মিঠাপুর, শ্রীরামপুর ও বাকাইল এলাকায় আঘাত হানে। এ সময় ধলের চর, ব্রাম্মণজাটি গ্রাম ও পৌর সদরের মধ্যে বিদ্যুতের ৪টি খুটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া ঝড়ে কয়েকটি ঘরের চাল উড়ে গেছে এবং মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আলফাডাঙ্গা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, হঠাৎ কাল বৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি ঘর-বাড়ী, গাছপালা, ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) সজিব পাল জানান, কাল বৈশাখী ঝড়ে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও পৌর এলাকার ৭ থেকে ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। এছাড়া বিদ্যুতের লাইনের ওপর গাছপালা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। দ্রুতই সংযোগ চালু করা হবে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এই উপজেলায় ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৮ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com