রাজবাড়ী জেলার গোয়লন্দ উপজেলার উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মডেল হাই স্কুলের সামনের ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে রশিদ মন্ডলের বাড়ীর দুইটি ঘর গতকাল ২২শে এপ্রিল সকাল ৯টার দিকে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। স্থানীয়রা জানায়, হঠাৎ সকালে আশপাশের লোকজন রশিদ মন্ডলের বসতঘর থেকে ধোয়া বের হতে দেখে। পরে তারা দ্রুত গিয়ে দেখতে পান ঘরে আগুন লেগেছে। তারা তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানান, যখন আগুন লাগে সেই বাড়ীতে কেউ ছিলনা। তারা ধারণা করছে ইলেকট্রিক সর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ঘরে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। রশিদ মন্ডল ও হাসি অনেক কষ্ট করে ঘরগুলো তুলেছিল। এখন আর তাদের কিছুই রইল না।ক্ষতিগ্রস্ত পরিবারের হাসি বেগমের মা জানায়, হাসি সকালে মানুষের বাড়ী কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমি বাজারে যাই একটি সদাই কিনতে। এরই মধ্যে শুনতে পাই আমাদের বাড়ীতে আগুন লেগেছে।এসে দেখতে পাই আমাদের শেষ সম্বল দুইটি ঘর ছিলো সেইটুকু আগুনে পুড়ে গেছে, আমরা এখন কি খাবো? কই থাকবো কিছুই বলতে পারছি না। ঘরের মধ্যে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে গেছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান জানান, খবর শোনামাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা ধারনা করছি ইলেকট্রিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com