রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সোহাগ গ্রেপ্তার

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৪-২২ ১৬:২৪:০৫

image

 রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ (৪৫)কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
 গতকাল ২২শে এপ্রিল সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান।
 এর আগে গত ২১শে এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সোহাগ রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত মোঃ আঃ সালাম মোল্লার ছেলে। সে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির উপ-দপ্তর সম্পাদক।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগকে তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালত সোপর্দ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com