রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বার এসোসিয়েশন।
গতকাল ২৩শে এপ্রিল বেলা ১১টায় জেলা বার এসোসিয়েশনের ২য় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন বক্তব্য রাখেন। জেলা বার এসোসিয়েশনের সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক-২ এর সঞ্চালনায় এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শেখ মফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা, সিনিয়র সহকারী জজ মিলন আলী ও অন্যান্য বিচারক, জেলা বার এসোসিয়েশনের সদস্যসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসক-১) এ.এফ.এম. গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীনকে বদলি করে ঢাকার ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালের সদস্য(জেলা ও দায়রা জজ) করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাজবাড়ীর নতুন জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জয়নাল আবেদীনকে। তিনি এর আগে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক হিসেবে ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com