বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ী জেলা সোনার জেলায় পরিণত হবে এবং এ জেলার চিত্র পাল্টে যাবে।
গতকাল ২৩শে এপ্রিল বিকেলে রাজবাড়ী বাজারের খলিফাপট্টিতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী মোঃ মোবাইদুল ইসলাম মিরাজ, মোঃ আশরাফ আলী ও মোঃ নাসির মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কেএ সবুর শাহীন, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন ডিউক, কাপড় ব্যবসায়ী খোন্দকার মাহফুজুর রহমান, পৌর মার্কেটের সভাপতি কাজী রতন, ব্যবসায়ী শেখ মঞ্জুর ইদ্রিস, হোটেল মালিক সমিতির সভাপতি নুরুন্নবী বাবু, ব্যবসায়ী বশির উদ্দিন মিয়া, পান ব্যবসায়ী সুকান্ত দাস, মাছ বাজার ব্যবসায়ী আইয়ুবুর রহমান, রাজবাড়ী জেলা ড্রাগ ও কেমিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আব্দুর রব হিটু, ব্যবসায়ী মিরাজ আহমেদ মিরাজ, আতাউর রহমান আতা, সবুর খান আরজু, আলমগীর হোসেন আলম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা রাজবাড়ীতে সভা করতে পারিনি। ব্যবসায়ী ভাইয়েদের সাথে বসতে পারিনি, মিটিং করতে পারিনি। এই খলিফাপট্টিতে নির্বাচনের আগে আমার একটি মিটিং-এ কাজী ইরাদতের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছিল। আমি কখনো ভাবতেও পারিনি আমার মিটিং-এ কাজী ইরাদত তার বাহিনী দিয়ে হামলা চালাবে। সেদিন হামলায় আমার অসংখ্য নেতাকর্মী আহত হয়েছিল। আমাকে লক্ষ্য করে ওইদিন বুলেটের মতন ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল। আমি প্রায় ২বছর ধরে ট্রমাটাইজ ছিলাম। রাজবাড়ী ছোট শহর, এখানে সবাই মিলেমিশে থাকবে এটাই আমি কাজী কেরামত ও ইরাদতকে বলেছিলাম। কিন্তু তারা শোনেনি। তারা তাদের মতন করে চালিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে তারা নির্যাতন করেছে, মামলা দিয়ে হয়রানি করেছে। আমিও এর থেকে বাদ পড়িনি। আমাকে মিথ্যা মামলা দিয়ে তারা আমাকে জেল খাটিয়েছিল। আমার নেতাকর্মীদের তারা জেল খাটিয়েছিল।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর কোন উন্নয়ন হয়নি, শুধু হয়েছে লুটপাট। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কোন উন্নয়ন হয়নি। রাজবাড়ী পৌরসভার কোন উন্নয়ন হয়নি। রাজবাড়ী বাজারের কোন উন্নয়ন হয়নি। বাজারের উন্নয়ন হবে কি করে, এখানে তো নেতৃত্ব দেওয়ার মতন কেউ ছিল না। দীর্ঘদিন ধরে বাজার ব্যবসায়ী সমিতি নিস্ক্রিয়। বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের আগের দিন ইরাদতের পিএস রিংকু নামের একটি ছেলে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন বন্ধ করে দিল। তারা ভেবেছিলো নির্বাচন হলে বাজার তাদের হাতছাড়া হয়ে যাবে। এ কারণে তারা নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে। দীর্ঘদিন বাজার ব্যবসায়ী সমিতি না থাকার কারণে এই বাজারের কোন উন্নয়ন হয়নি। বিভিন্ন সমস্যাই জর্জরিত এই বাজার। সামান্য বৃষ্টি হলেই এই বাজারে পানি জমে যায়। আমার কাছে এই বাজার নিয়ে অনেক অভিযোগ আসে। আমি চাই এই বাজারের ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে এখানে বাজার ব্যবসায়ী থাকুক। তাই নতুন করে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নামে একটি নতুন সংগঠন খোলার জন্য আমি প্রস্তাব দিয়েছে। সবাই ১০টাকা করে চাঁদা দিয়ে এই সমিতির সদস্য হবে। পরবর্তীতে একটি আহ্বায়ক কমিটি হবে। ওই আহ্বায়ক কমিটি আগামী মে মাসের মধ্যে একটি নির্বাচন দেবে। বাজার ব্যবসায়ী সমিতি টা হলে ব্যবসায়ীদের জন্য ভালো হবে। তারা নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য নেতৃত্ব নিয়ে আসবে।
তিনি আরও বলেন, আমাদের রাজবাড়ী জেলা ছোট্ট একটি জেলা। এ জেলার পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা। কিন্তু দুঃখের বিষয় এই পদ্মা নদী এখন মরে গেছে। পানির অভাবে পদ্মার আগের সেই রূপ নেই। পদ্মার এই অবস্থার জন্য দায়ী ফারাক্কা বাঁধ। ভারত ফারাক্কা বাঁধ বন্ধ করে দেওয়ার কারণে এই পদ্মার এখন এই অবস্থা। তবে এটার একটি সমাধান রয়েছে। যদি একটি গঙ্গা ব্যারেজ/পদ্মা ব্যারেজ করা যায় তাহলে আমাদের পানির আর সমস্যা হবে না। পদ্মায় সবসময় পানি থাকবে। এতে আমাদের কৃষকরা বাঁচবে। আমাদের পাংশায় একটি পদ্মা ব্যারেজ করতে হবে। সেখানে একটি ব্যারেজ হবার কথা থাকলেও তা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এখন আমাদের আন্দোলনের মাধ্যমে এই পদ্মা ব্যারেজটা করতে হবে। পদ্মা ব্যারেজ করলে আমরা শুকনা মৌসুমেও পানি পাবো। এতে করে কৃষকরা বাঁচবে। কৃষির উন্নয়ন হবে। ব্যারেজ হলে সেখান থেকে বিদুৎ উৎপাদনও করা যাবে। পদ্মা ব্যারেজ হলে ২২টি জেলা এর সুফল পাবে।
এছাড়াও আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি সেতু অথবা টানেল করতে হবে। এখানে সেতু অথবা টানেল হলে জেলার অবকাঠামো উন্নয়ন হবে। অর্থনৈতিক ভাবে এই জেলা এগিয়ে যাবে। জেলার মানুষের বেকারত্ব ঘুঁছবে। ঢাকার সাথে রাজবাড়ীর দূরত্ব কমে আসবে। এই সবকিছু সম্ভব বিএনপি ক্ষমতায় আসলে। বিএনপি ক্ষমতায় আসলে রাজবাড়ী জেলা সোনার জেলায় পরিণত হবে। বিএনপি ক্ষমতায় আসলে এ জেলার চিত্র পাল্টে যাবে। এ জেলা নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি যদি আবার সংসদ সদস্য হতে পারি তাহলে আমি আমার স্বপ্ন গুলো বাস্তবায়ন করবো।
সভায় রাজবাড়ী বাজারের সকলস্তরের বিপুল সংখ্যক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com