রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত কিলখানা খ্যাত ডাঃ রতন ক্লিনিকে ফের ভুল চিকিৎসায় সিজারিয়ান নারী শাহানা বেগম(২৭) মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে।
জানা গেছে, গত ২৩শে এপ্রিল সন্ধ্যার পরে ডাঃ রতন ক্লিনিকে ওই রোগীর সিজার করেন ওই ক্লিনিকের মালিক ডাঃ রইসুল ইসলাম রতন। সিজারের সময় তার ভুলের কারণে রোগী শাহানা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শাহানা বেগমের মৃত্যু হয়।
মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে ও ৪ সন্তানের জননী। শাহানার শ^শুর বাড়ি পাবনার ঢালার চরে। তার স্বামীর নাম ওমর ফারুক।
মৃত শাহানা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, শাহানার শ^শুর বাড়ি পাবনার ঢালার চরে। সে গর্ভবতী হলে তাকে বাবার বাড়ি রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সি পাড়ায় নিয়ে আসা হয়। গত ২২শে এপ্রিল রাতে শাহানার প্রসব বেদনা উঠলে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করে রাখে। কিন্তু শাহানার নরমালে বাচ্চা প্রসব করার অবস্থায় না থাকলে তাকে সদর হাসপাতাল থেকে যেকোনো একটি ক্লিনিকে নিয়ে সিজার করতে বলা হয়। পরদিন ২৩শে এপ্রিল সন্ধ্যায় দালালের প্ররোচনায় শাহানার পরিবারের লোকজন তাকে রাজবাড়ী শহরের বড়পুলের ডাঃ রতন ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ওই ক্লিনিকের মালিক ডাঃ রইসুল ইসলাম রতন নিজেই শাহানাকে সিজার করেন। সিজারকালে সহকারী সার্জন হিসেবে ডাঃ রাবেয়া আক্তার তামান্না ও ডাঃ নিয়ামত উল্লাহ অ্যানেসথেসিয়া প্রদান করে। রাত ৮টার দিকে সিজারের মাধ্যমে শাহানা বেগমের পুত্র সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে পরিবারের কাছে দেয়। কিন্তু ওই দিকে শাহানার শারীবিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে তারা এ্যাম্বুলেন্স ঠিক করে শাহানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টার পর শাহানা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
মৃত শাহানার মেয়ে জেসমিন আক্তার(৮) বলেন, আমার মা সুস্থ ছিল। সিজারের পর সে মারা গেছে। তবে আমার ভাই সুস্থ আছে।
শাহানার শ^াশুড়ী রাবেয়া বেগম বলেন, আমার ছেলের বউ শাহানা শারীরিক ভাবে সুস্থ ছিল। তার কোন সমস্যা ছিল না। তাকে নরমাল ডেলিভারির জন্য প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে নরমাল ডেলিভারি না হওয়ায় তাকে দালালরা রতন ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাকে সিজার করলে পুত্র সন্তান হয়। কিন্তু পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় আমার ছেলের বউ এর শারীরিক অবস্থা ভালো নেই। তখন তারাই এ্যাম্বুলেন্সে ফরিদপুরে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাকালে তার মৃত্যু হয়। তিনি বলেন, রতন ক্লিনিকে ডাঃ রতনের ভুল চিকিৎসায় শাহানা মারা গেছে। এখন তার এই শিশু বাচ্চাটার কি হবে। দুধের শিশু জন্মের পর মায়ের বুকের দুধ খেতে পারলো না।
এ বিষয়ে রামকান্তপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, ডাঃ রতন ক্লিনিকে সিজারের সময় আমার ওয়ার্ডের বাসিন্দা শাহানা নামের এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ওই পরিবারের সাথে মোটা অংকের টাকায় আপোষ মিমাংসা করে ফেলেছে বলে জানতে পেরেছি।
অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ নিয়ামত উল্লাহ বলেন, শাহানা নামের ওই রোগীটার অ্যানেসথেসিয়া আমিই করেছিলাম। ওটির মধ্যে রোগীর দুইবার খিঁচুনি হয়। ওটি শেষে বেডে দেওয়ার সময় আরেকবার খিঁচুনী হয়। তখন তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। ফরিদপুর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই রোগী এক্লামসিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে ডাঃ রইসুল ইসলাম রতনের বক্তব্য নিতে ক্লিনিকে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে ক্লিনিকের ম্যানেজার কাম নার্স বলেন, শাহানা বেগমের মৃত্যুর বিষয়টি ৪ লক্ষ টাকার বিনিময়ে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর পরিবারের সাথে আপোষ মিমাংসা করে মিটিয়ে ফেলেছে।
তিনি আরো বলেন, ঘটনার পর জনরোষ এড়াতে ক্লিনিক মালিক ডাঃ রইসুল ইসলাম রতন আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও ডাঃ রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও ভুল অপারেশনে একাধিক রোগীর অকাল মৃত্যুর ঘটনায় ক্লিনিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটলেও বিভিন্ন উপায় ও অর্থের লেনদেনে তা ধামাচাপা দেওয়া হয়। অহরহ রোগীর অকাল মৃত্যুর ঘটনায় এই ক্লিনিক কিলখানা হিসেবে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে।
ডাঃ রতন ক্লিনিকে ভুল চিকিৎসার রোগীর মৃত্যুর মিছিল ঃ এর আগে গত ২০২৪ সালের ২৮শে ফেব্রুয়ারী আম্বিয়া আক্তার বীনা(২৫) নামের এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর সিজার করেছিল ক্লিনিকের মালিক ডাঃ রইসুল ইসলাম রতন। ওই ঘটনাটিও টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়।
২০২২ সালের গত ৮ই জুলাই রাতে ডাঃ রতন ক্লিনিকে চিকিৎসকের ভুলে টনসিল অপারেশনকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির কালিনগর গ্রামের ফিরোজ কাজী(৪৫) নামক এক শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত ফিরোজ কাজীর স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে গত ৯ই জুলাই-২০২২ ডাঃ রতন ক্লিনিকের মালিক ডাঃ রাইসুল ইসলাম রতন ও ডাঃ মোঃ হাসান আলীসহ অপারেশন সংশ্লিষ্ট ৪/৫ জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে এ ঘটনাটিও ৫ লক্ষাধিক টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়।
ফিরোজ কাজীর মৃত্যুর ঘটনার পরদিন গত ৯ই জুলাই-২০২২ তারিখে লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ রতন ক্লিনিক বন্ধ করে দেন এবং রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
ডাঃ রতন ক্লিনিকে ভুল ও অপচিকিৎসায় রোগীর অকাল মৃত্যুর ঘটনায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ উদাসীন থাকায় সচেতন মহলে ও ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com