মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর এবং মাওলানা ইউসুফ সাদেক হক্কানী মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।
গতকাল ২৬শে এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ বলেন, “আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আপনাদের হাত ধরে খেলাফত আন্দোলন অতীতের সেই গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে এবং দেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য নবনির্বাচিত আমীর ও মহাসচিবের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন ও দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক কামনা করছি।”
সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন বলেন, “আমরা নবনির্বাচিত নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানাই এবং বিশ্বাস করি, ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।”
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com