বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমীর স্বীকৃতি প্রকল্পের অধীনে “গোয়ালন্দ ফুটবল একাডেমীকে এক তারকা সনদপত্র প্রদান করেছে। যা ফিফা কোচিং কনভেনশন অ্যাক্রোডিটেশন স্ক্রীমের আওতায় বাফুফে কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।
গত ২৫শে এপ্রিল রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনের নানকিং চাইনিজ রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মোঃ মাহবুব আলম পলো’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, প্রযুক্তিগত পরিচালক সাইফুল বারী টিটু প্রমুখসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, দেশের তৃণমূল পর্যায়ের বিভিন্ন সংগঠনের পরিচালক, কোচ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান সভাপতি গোলাম মোস্তফা সোহাগ বলেন, গোয়ালন্দ উপজেলায় ফুটবল খেলার উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে স্বীকৃতিস্বরূপ এক তারকা সনদপত্র প্রদান করেছে। তিনি আরও বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীকে এক তারকা সনদপত্র প্রদান করার জন্য বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে ধন্যবাদ।
উল্লেখ্য, এদিন দেশের তৃণমূল পর্যায়ের প্রায় ১৮০টি একাডেমীকে বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত এক তারকা ও দুই তারকা সনদপত্র প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com