রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৪-২৬ ১৫:৪১:৫৪

image

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে গতকাল ২৬শে এপ্রিল সকালে রাজবাড়ী সদর হাসপাতাল ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 
 এছাড়াও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ ও রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে। শিক্ষার্থীরা যার যার প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে দাঁড়ায়।
 মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের ছাত্র মানিক মিয়া, রুমান হোসেন এবং রাজবাড়ী মডেল নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের ছাত্র সজীব মিয়া, রকি প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন।
 মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। এর তিন বছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করতে হয়। কিন্তু চাকরির বাজারে আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
 শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই ডিগ্রীর যে কম নয় বরং বেশি। কারণ আমরা ছয় মাস ইন্টার্নি করে থাকি। তাই আমাদের প্রাণের দাবী আমাদের নার্সিং কোর্স কেস স্নাতক সমান ডিগ্রি দিতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com