ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের(ডেসকো) ৫০২তম বোর্ড সভা গতকাল ২৬শে এপ্রিল সকালে মিরপুরের ডেসকো’র স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যতম মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডেসকো’র ২০২৪-২৫ অর্থ বছরের অনিরীক্ষিত ৩য় ত্রৈমাসিক আর্থিক বিবরণী উপস্থাপিত ও অনুমোদিত হয়।
যেখানে গত অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪ এ অপারেটিং লস ১৮১.১২ কোটি টাকা ছিল সেখানে এ বছর প্রফিট হয়েছে ১১০.৫২ কোটি টাকা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সুচিন্তিত, পরিকল্পিত দিক নির্দেশনা, সৎ মানষিকতা এবং ডেসকো’র কর্মকর্তাদের কর্মোদ্দীপনা ফিরে আসায় নেট হিসাবে গত বছরের তৃতীয় প্রান্তিকে ২৭০.৮২ কোটি টাকা লোকসান হলেও এ বছর মাত্র ৭৮.৫৫ কোটি টাকা লোকসান হয়েছে। এ গতিতে চলতে থাকলে ডেসকো অতি অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে।
পিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(সচিব) ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অবসরপ্রাপ্ত) শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডে পরিচালক মোঃ সবুর হোসেন, অতিরিক্ত সচিব(অবঃ) ও ডেসকোর পরিচালক এ. এইচ. এম জিয়াউল হক, ডেসকোর পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান, ডেসকো বোর্ডের পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ) অঞ্জনা খান মজলিশ,ডেসকো বোর্ডের পরিচালক মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, ডেসকোর স্বতন্ত্র পরিচালক ও ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিঃ এর চেয়ারম্যান লুতফে মাওলা আইয়ুব, ডেসকোর স্বতন্ত্র পরিচালক ও গ্রীন ডেল্টা ইন্সুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, ডেসকো বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ফারজানা শারমিন(পুতুল) উপস্থিত ছিলেন।
বোর্ড সভার সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সকল বোর্ড সদস্যগণ ডেসকো’র কর্মকর্তা কর্মচারীদের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com