রাজবাড়ী জেলা পরিষদের মাসিক সভা গতকাল ২৭শে এপ্রিল দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(অঃ দাঃ) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিগত সালের কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ করা হয় এবং ২০২৪-২৫ অর্থ বছরে এডিপির সাধারণ বরাদ্দকৃত অর্থে প্রকল্প গ্রহণ সংক্রান্ত বর্ধিত আলোচনা সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com